
নুর মোহাম্মদ, কক্সবাজার:
একজন রোহিঙ্গা যুবক ইয়াবাসহ আটক করেছে ৬৪ (বিজিবি)। এসময় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা।
মঙ্গলবার ১১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী হাজির ঘের এলাকায় অভিযান চালিয়ে ওই রোহিঙ্গা কে আটক করে।
গ্রেফতারকৃত মো. নুরুল আমিন (২৪), বালুখালী এফডিএমএন ক্যাম্প-১১, ব্লক এ-১২ এর মীর আহমদের পুত্র।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

























