
চঞ্চল,
রাজধানীর শাহবাগ চত্বরে দশম গ্রেডসহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছেন জেলার প্রাথমিক শিক্ষকরা।
আজ সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে শহরের মিশন মোড় চত্বরে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয় । জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষিকা এই মানববন্ধনে অংশ নেন ।
বক্তারা জানান, গত শনিবার ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শিক্ষকরা শাহবাগ চত্বরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন । কিন্তু সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান এবং লাঠিচার্জের মাধ্যমে শিক্ষকদের ওপর হামলা চালায়, যার ফলে বেশ কয়েকজন শিক্ষক আহত হন । লালমনিরহাটের শিক্ষকরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সহকারী শিক্ষক আব্দুল জলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক খালেদ বিন ওয়ালিদ, নুর বানু, তারিকুল ইসলাম, রাসেল হোসেন প্রমুখ । এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুল ইসলাম মিলন ।
মানববন্ধনে শিক্ষকরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেন, দশম গ্রেডসহ তিন দফা দাবি মেনে নিয়ে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা তাদের চলমান আন্দোলন থেকে সরে আসবেন না ।
উল্লেখ্য, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রধান দাবিগুলো হলো: দশম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা । এই দাবিগুলো নিয়ে গত রোববার থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে, যার কারণে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে ।

























