
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের আওতাধীন ১নং ওয়ার্ড মৎস্যজীবী দলের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার ৯ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি আবু বক্কর ছিদ্দিক মীর ও সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তি সুত্রে প্রকাশ, ১নং ওয়ার্ড মৎস্যজীবী দলের সভাপতি নির্বাচিত হন মোঃ সোহেল, সাধারণ সম্পাদক শাহজাহান ও আরফাত হোসেন ইয়াসিন কে সাংগঠনিক সম্পাদক করে মৎস্যজীবী দলের ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কক্সবাজার – ৩ আসনে ধানের শীর্ষের বিএনপির এমপি প্রার্থী লুৎফুর রহমান কাজলকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয় করার অনুরোধ জানান।

























