
ইসমাইল ইমন, চট্টগ্রাম,
জনসংযোগ চলাকালে চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন তিনি।
৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গুলিতে আরও কয়েকজন আহত হয়েছেন। পরে এরাশাদ উল্লাহকে উদ্ধার করে তাকে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে গুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে।
নির্ভরশীল সূত্র বলছে, গুলিতে নিহত হওয়া ব্যক্তি নাম সারোয়ার বাবলা।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের এক পোস্টে এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়া বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই পোস্টে বলা হয়েছে, ‘চট্টগ্রামের হামজারবাগ এলাকায় গণসংযোগ চলাকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তিনি পায়ে গুলি বিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।
























