
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউসিয়া মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।শনিবার (২ নভেম্বর) সকালে আয়োজিত এ র্যালিতে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
র্যালিটি ছিল চোখধাঁধানো আয়োজন—ঘোড়ার গাড়ি, বিশাল হাতি এবং নানা রঙের ব্যানার-প্ল্যাকার্ডে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা গাউসিয়া এলাকা। পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর জনসমুদ্রে।অনুষ্ঠানের আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রূপগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোস্তাফিজুর রহমান দীপু ভূইয়া। বক্তব্যে বক্তাগণ বলেন “ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”র্যালিতে উপস্থিত বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে যিনি মনোনয়ন পাবেন, সবাই তার হয়ে কাজ করবেন এবং বিএনপিকে আরও শক্তিশালী করবেন। অনুষ্ঠানে খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে সাজানো ব্যানার ও পোস্টার ছিল নজরকাড়া।
এসময় এক কিশোরী বেগম খালেদা জিয়ার আদলে সাজসজ্জা করে গাড়িতে উঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানান, যা র্যালির অন্যতম আকর্ষণ হয়ে ওঠে।
বর্ণাঢ্য র্যালিটি ভূলতা গাউসিয়া এলাকা প্রদক্ষিণ শেষে সমাপ্ত ঘোষণা করা হয়।
























