
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ।
নির্বাচনে ৭ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকার মাঝিরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে আলাল হোসেন রানা, ২নং পাটলি ইউনিয়নে আংগুর মিয়া, ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আবদুল গফুর, ৬নং রাণীগঞ্জ ইউনিয়নে ছদরুল ইসলাম, ৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আবুল হাসান, ৮নং আশারকান্দি ইউনিয়নে আবদুস ছাত্তার ও ৯নং পাইলগাঁও ইউনিয়নে সুন্দর উদ্দিন। তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেননি। শেষ তারিখ ২৫ নভেম্বর দাখিল করবেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।