
চঞ্চল,
রংপুর মহানগরীতে মাদকের একটি বিশাল চালান আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন , র্যাব-১৩। শুক্রবার দিবাগত রাতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৫৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এই সময় আন্তঃজেলা মাদক পাচারকারী চক্রের দুইজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ বাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে। শনিবার রাত আনুমানিক সাড়ে বারোটায় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। এসময় র্যাব সদস্যরা ট্রাকটিকে আটক করতে সক্ষম হন। পরে ট্রাকের পেছনের অংশে তল্লাশি চালিয়ে তিনটি বড় সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রবিউল ইসলাম -৩০- এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার শাকিল আহমেদ ওরফে হৃদয় -২১-। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এই সাফল্য এসেছে এবং এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।