
শওকত আলম, ককসবাজার:
সোমবার, ০৭ জুলাই ২০২৫ ইং তারিখে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার আয়োজনে এক বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন ইমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল হামিদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,
অর্থ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি জামাল হোসাইন,
সহ-অর্থ সম্পাদক নুরুল হাকিম,
দপ্তর সম্পাদক মোঃ জুবাইর,
আইন বিষয়ক সম্পাদক শওকত আলম,
নারী ও শিশু বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার সুনিয়া,
ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ এবং
সম্মানিত সদস্য শাহজাহান মনি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাঁন রেজাউল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সারাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে সার্চের ভূমিকা আরও শক্তিশালী হোক—এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং সকলেই সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।