শওকত আলম, ককসবাজার:
সোমবার, ০৭ জুলাই ২০২৫ ইং তারিখে সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার আয়োজনে এক বিশেষ আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হোসেন ইমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আবদুল হামিদ। আলোচনা সভা ও দোয়া মাহফিলটি সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক আনোয়ার সিকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন,
অর্থ সম্পাদক ও সদর উপজেলা সভাপতি জামাল হোসাইন,
সহ-অর্থ সম্পাদক নুরুল হাকিম,
দপ্তর সম্পাদক মোঃ জুবাইর,
আইন বিষয়ক সম্পাদক শওকত আলম,
নারী ও শিশু বিষয়ক সম্পাদক রেহেনা আক্তার সুনিয়া,
ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ এবং
সম্মানিত সদস্য শাহজাহান মনি সহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খাঁন রেজাউল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সারাদেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে সার্চের ভূমিকা আরও শক্তিশালী হোক—এই কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং সকলেই সংগঠনের আগামী দিনের অগ্রযাত্রায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮