
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
ঢালিউড সুপারস্টার শাকিব খান ২০২৬ সালের ঈদুল ফিতরে নতুন সিনেমা নিয়ে ফিরছেন পর্দায়। সম্প্রতি তিনি পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি।
গত বুধবার রাতে চুক্তি স্বাক্ষরের পর পরিচালক সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিশ্চিত করেন। তবে এই ঘোষণা ঘিরেই শুরু হয় নতুন বিতর্ক।
অনলাইনে ছড়িয়ে পড়ে একটি ভুয়া ফটো কার্ড, যেখানে দাবি করা হয়—ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। কার্ডে আরও উল্লেখ ছিল, মোশাররফ করিম থাকবেন ‘পিচ্চি হান্নান’ চরিত্রে এবং শাকিব খান ‘কালা জাহাঙ্গীর’ চরিত্রে।
এই তথাকথিত কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী দীপা খন্দকার। তিনি ফেসবুকে ভুয়া কার্ডটি শেয়ার করে পরিচালককে ট্যাগ করে লেখেন, “এটা কি কো-প্রোডাকশনের মুভি? যদি শুধু বাংলাদেশের সিনেমা হয়, তাহলে কি আমাদের দেশে কোনো নারী শিল্পী নেই অভিনয়ের যোগ্য?”
তার মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র আলোচনা। অনেকে প্রশ্ন তুলেছেন, দেশের গুণী অভিনেত্রীদের বাদ দিয়ে কেন ওপার বাংলার শিল্পীদের নেওয়া হচ্ছে। কেউ কেউ বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, নুসরাত ফারিয়াদের নাম উল্লেখ করে হতাশা প্রকাশ করেছেন।
সিনেমার নির্মাতারা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়ছে—মধুমিতা কি সত্যিই থাকছেন, নাকি সবই গুজব?