
নুর মোহাম্মদ, কক্সবাজার
কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান। ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।
দিনব্যাপী তিনি মুসলিম বাজার, মধ্যম পোকখালী আবুল ফজল পাড়া, জালালাবাদ বাহারছড়া, চারা বটলা, লরাবাক, পশ্চিম ইছাখালী, ইসলামাবাদ ইউনিয়ন ও ডান্ডি বাজারসহ একাধিক এলাকায় স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, “জনগণের পাশে থাকাই আমার রাজনীতির মূল ভিত্তি। অতীতেও আমি তাদের পাশে ছিলাম, আগামীতেও জনকল্যাণে কাজ করে যেতে চাই। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, যিনি সারাজীবন মানুষের জন্য রাজনীতি করেছেন। আমরা তাঁরই অনুসারী।”
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও ঈদগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলম শওকত, পোকখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মৌলভী শেকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সদস্য জানে আলম, ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হারুন অর রশিদ, বিএনপি নেতা আজিজুর রহমান সিকদার, জেলা যুবদল নেতা রোকনুজ্জামান, যুবদলের সাবেক সদস্য সেলিম উল্লাহ সেলিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উমর ফারুক লিটন, ঈদগাঁও উপজেলা যুবদল নেতা মোহাম্মদ কায়েস, বিএনপি নেতা হারুন, পোকখালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সেলিম উদ্দিন, ছাত্রদলের সাবেক নেতা জাহাঙ্গীর আলম, রমিজ উদ্দিন, সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও প্রবীণ নেতৃবৃন্দ।
সাবেক এমপির হঠাৎ উপস্থিতিতে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই তার সঙ্গে স্মৃতিচারণা করেন এবং তাকে আবারও সক্রিয় রাজনীতিতে দেখতে আগ্রহ প্রকাশ করেন।
এই গণসংযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক আলোচনার নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।