হোসাইন রুবেল ভোলা।।
ভোলায় কৃষকদের মাঝে উন্নতমানের আধুনিক ধান কাটার যন্ত্র ( হারভেস্টার) বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলা সদর উপজেলার আওতায় চলতি বছর প্রথম ধাপে ৪ টি হারভেস্টার বিতরণ করা হয়।
আজ সোমবার দুপুর ১২ টায় ভোলা সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে আনুষ্ঠানিকভাবে হারভেস্টার বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মঃ ইউনুছ, কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা এবং কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ১০ জন কৃষককে হারভেস্টার দেয়া হচ্ছে। আজ প্রথম দিন ৪ জন৷ কৃষককে হারভেস্টার দেয়া হয়। পর্যায়ক্রমে বাকিদেরকেও দেয়া হবে। তিনি আরও জানান প্রতিটি যন্ত্রের মূল্য ৩৩ লক্ষ ৬০ হাজরা টাকা। কৃষক পরিশোধ করছেন ১০ লক্ষ ৫০ হাজার টাকা। অবশিষ্ট প্রায় ২২ লক্ষ টাকা সরকার ভূর্তকি দিচ্ছে।
উপস্থিত কৃষক মোঃ শফিক মিঝি জানান, গত বছর তিনি একটি হারভেস্টার নিয়েছিলেন। প্রায় ১০ লক্ষ টাকা দিয়ে যন্ত্রটি নিয়েছেন। বাকি ২২ লক্ষ টাকা দিয়েছে সরকার। শফিক মিঝি আরও জানান, এক বছরে দুটি ধান এবং একটি গমের মৌসুমে তার মূলধন উঠিয়ে ৫ লক্ষাধিক টাকা লাভ করেছেন। এজন্য তিনি বর্তমান সরকারের প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় সারা দেশে এই কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হচ্ছে।