
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনায় সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন আইয়ূব আলি। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে -রমেক- চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়ে রমেকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
শনিবার “২২মার্চ” সন্ধ্যায় কাকিনা ইউনিয়নে অবস্থিত কাকিনা বাজার থেকে রংপুরগামী সংযোগ সড়কে রুদ্রেশ্বর নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
সড়ক দুর্ঘটনায় আইয়ুব আলি -৫০- নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক ও নিহতের ভাতিজা সাংবাদিক তৌফিক ।
নিহত আইয়ুব আলি কালীগঞ্জের চন্দ্রপুর ইউপির লতাবর এলাকার মৃত ইউনুস আলির ছেলে। তিনি দৈনিক মুক্তি ও মুক্ত খবরের কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক তৌফিক জামানের চাচা।
পুলিশ ও তৌফিক জানায়, শনিবার সন্ধ্যায় রংপুর থেকে কাকিনার দিকে আসা একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে যাওয়া একটি অটোরিকশার সংঘর্ষ হয়। সে সময় সিএনজিতে রংপুর থেকে বাড়ি ফেরার পথে গুরুতর আহত হন আইয়ুব। সাথে আরও ৪ জন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের রমেক নেয়ার পথে আইয়ুব আলি মারা যান। আহত অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক তৌফিক বলেন, “চাচা যে সিএনজিতে ছিলেন তা আমার মোসলেমা চাচির কথায় থানা থেকে ছেড়ে দেয়া হয়। তবে অটোরিকশাটি থানায় রয়েছে।“