
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রামুর সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ব্যক্তিগত সহকারী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্করকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ। সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার -১১ফেব্রুয়ারি- সকাল ১১টার দিকে রামু মন্ডল পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- ইমন কান্তি চৌধুরী।
রামু থানা সুত্রে জানা যায়, আবু বক্কর কক্সবাজারের আলোচিত সাবেক সাংসদ হুইপ সাইমুম সরওয়ার কমলের ডানহাত হিসেবে পরিচিত ছিলেন । ২০১৮ সালে বিএনপির অফিস জ্বালিয়ে দেয়ার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কক্সবাজারে জুলাই গণআন্দোলন ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।