উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -বালক- বালিকা-জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর রাজবাড়ী মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মাসুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার ড.চৌধুরী মো.যাবের সাদেক, উপ পরিচালক, স্হানীয় সরকার মো.ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক -শিক্ষা ও আইসিটি- মো. সোহেল রানা ,কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার আঃ মতিন,কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম,কালিয়াকৈর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম।
মঙ্গলবারের ফুটবল খেলায় কাপাসিয়া উপজেলার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩- ১ গোলে কালিয়াকৈর উপজেলার বোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল বিজয়ী হয়।
অপরদিকে কাপাসিয়া উপজেলার কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে পরাজিত করে।
আগামী ৬ ফেব্রুয়ারি জেলা পর্যায়ের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।