আব্দুর রহমান আয়ান
রাজধানী ঢাকার বংশাল এলাকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে গুলিবিদ্ধ হয়ে ভ্যানচালক রিপন হোসেন মারা যান। মামলার তদন্তের প্রয়োজনে দাফনের ৬ মাস পর ময়নাতদন্তের জন্য তার মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
আদালতের নির্দেশে রোববার -২ ফেব্রুয়ারি- দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পূর্ব পানপাড়া গ্রামে পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়। এসময় রামগঞ্জ উপজেলা সহকারী কমিশনার -ভূমি- দেবব্রত দাস উপস্থিত ছিলেন।
নিহত রিপন পূর্ব পানপাড়া গ্রামের ছত্তর ভুঁইয়া বাড়ির মৃত ইদ্রিস মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে। তিনি ঢাকায় কোতোয়ালি থানা এলাকার ভ্যানচালক ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে রিপন গুলিবিদ্ধ হন। ৭ আগস্ট শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে দুই শতাধিক লোককে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।