হোসাইন রুবেল ভোলা ।।
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ১২ জেলের জরিবানা ও এক জেলের কারাদণ্ড এবং বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার (০৬ অক্টোবর) দপুরে জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ মাছ শিকারের দায়ে অভিযানের প্রথম দিন ৪ অক্টোবর থেকে ৬ অক্টোবর সকাল ৭ টা পর্যন্ত ভোলা জেলা চরফ্যশন উপজেলার সামরাজ ঘাট থেকে এক আড়তদার সহ ১১ জেলে ও মেঘনা নদী থেকে ১ জেলে সহ মোট ১২ জেলেকে ৫৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে ও দৌলতখান উপজেলায় অবৈধ উপায়ে মাছ শিকারের দায়ল এক জেলেকে ১ বছরের কারাদণ্ড প্রধান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও জেলার ৭ উপজেলায় অভিযান পরিচালনা করে ৬২ হাজার ৯০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পাশাপাশি গতকাল বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে এক টন ইলিশ বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়। এবং রাতে বিভিন্ন উপজেলায় ২০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য অফিসার এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞার
সময় সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এই নিষেধাজ্ঞা পালনের লক্ষে ভোলা জেলায় মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। তারি ধারাবাহিকতায় অভিযানের প্রথম দিন থেকে আজ সকাল ৭ টা পর্যন্ত জেলায় ১২ জেলেকে জরিমানা, এক জেলের কারাদণ্ড, ৬২ হাজার ৯০০ মিটার অবৈধ জাল ও ১২০০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল ভ্রাম্যমান আদালতের উপস্থিতিতে আগুনে পুরিয়ে ফেলা হয়ে এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরও জানান, ভোলায় জেলা মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যারা এই নিষেধাজ্ঞা অমান্য করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মা ইলিশ রক্ষায় জনস্বার্থে মৎস্য বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
উল্লেখ, মা ইলিশ রক্ষায় ভোলার নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে জেলার ৭ উপজেলায় ২৪ টি টিমে উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ-পুলিশ ও কোস্টগার্ড এক যোগে কাজ করছে ।