মামুন মিঞা
সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদপুর।।
ফরিদপুরের সালথা উপজেলায় কুমার নদ থেকে অবৈধভাবে খননযন্ত্র -ড্রেজার মেশিন- দিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন করায় নদীর দুই পাড়ে থাকা পাকা সড়ক চরম হুমকির মূখে পড়েছে। যে কোন সময নদীর পাড়া থাকা সড়কের কিছু অংশ ভাঙনের ঝুঁকির মুখে পড়বে জানিয়েছেন স্থানীয়রা।
কুমার নদের দুই পাড়ের বাসিন্দারা বলেন- মাত্র কয়েক দিন আগে কোটি কোটি টাকার খরচ করে নদের দুই পাড়ে থাকা পাকা সড়ক সংস্কার করেন কর্তৃপক্ষ। সেই সড়ক দুটি এখন চরম ঝুঁকিতে। এর আগে নদটি খনন করেন পানি উন্নয়ন বোর্ড। নদ খননের পর দুই পাড় ধ্বংসের আশঙ্কায় রয়েছে এমনিতেই। এরমধ্যে আবার নতুন করে কয়েক দিন ধরে নদের ভিতর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছেন একটি মহল।
সরেজমিনে গিয়ে অনুসন্ধান করে দেখা যায়- গট্টি ইউনিয়নে দিয়াপাড়া এলাকায় কুমার নদের ভিতর অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন কামরুল হাসান নামে এক ড্রেজার মালিক,বলে জানায় ড্রেজার মেশিন দেখভালের দায়িত্ব থাকা আজগর আলী।
এ বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কাফী বিন কবির এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করতে না পারায় তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।
নির্বাহী কর্মকর্তা সালথা উপজেলা, জনাব আনিসুর রহমান বালি মুঠো ফোনে বলেন,আপনার মাধ্যমে আমি জানতে পারলাম।আমি আগামীকালই লোক পাঠাবো এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।