
মোঃ আবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ- প্রতিদিধি।।
দেশের স্বনামধন্য ব্র্যান্ড নাশওয়ান ফেশন
Nashwan Fashion-এর ‘বাৎসরিক মিলনমেলা-২০২৫’ অত্যন্ত আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে আমন্ত্রিত ইসলামপুরের বিভিন্ন মার্কেট থেকে আগত ব্যবসায়িক ডিলার- গুণীজন- এবং শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে মিলনমেলাকে আরও বর্ণিল করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মিতা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. ফকরুল ইসলাম রনি। তিনি আগত ব্যবসায়িক ডিলারদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করেন। পাশাপাশি- সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবার ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন। তাঁর বক্তব্যে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের প্রতি জোর দেওয়া হয়েছে- যা উপস্থিত সকলের মাঝে নতুন উদ্দীপনা জাগিয়েছে।
এই মিলনমেলা Nashwan Fashion এবং তার ব্যবসায়িক অংশীদারদের মধ্যে বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। প্রতিবছর একটি মিলনমেলার মাধ্যমে ব্যবসায়ী ও কর্মীদের মাঝে একটি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করাই এ মিলনমেলার মূল উদ্দেশ্য।