সোহানুর রহমান বাপ্পি
ক্রাইম রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র – জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কিশোরের মৃত্যু
হয়েছে। রোববার -২২ ডিসেম্বর- রাত সাড়ে দশটায় সম্মিলিত সামরিক হাসপাতালে -সিএমএইচ- তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। নিহত কিশোরের নাম মো. আরাফাত -১১-। তিনি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।
আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন- মাদরাসা থেকে নাজেরা শেষ করেছিলেন আরাফাত। কোরআন শরীফের তিন পাড়া মুখস্থ করে কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিলেন তিনি।
গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন।
এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
আজ সোমবার -২৩ ডিসেম্বর- বিকেল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক -দপ্তর সম্পাদক- জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছেন। শোক বার্তায় বলা হয়েছে শহীদদের মিছিল ভারি করে গণঅভ্যুত্থানের যুদ্ধা গুলিবদ্ধ আরাফাত শাহাদাত বরণ করেছেন।