লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি।।
রামগঞ্জে ছিন্নমূল ও বেদে পরিবারের সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছেন রামগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।
বুধবার রাত ৯টায় পৌর শিশুপার্ক এলাকা, ওয়াপদা বেড়িবাঁধ, সিটি প্লাজা এলাকার বেদে পরিবার ও পৌরসভায় কর্মরত নাইটগার্ডসহ দুই শতাধীক লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম সরদার, প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলালসহ পৌর কর্মকর্তাবৃন্দ।