
নুর মোহাম্মদ, কক্সবাজার অফিস।।
কক্সবাজারের রামুতে বন্যা হাতির আক্রমণে নুরুল হক নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার ১৪ ডিসেম্বর ভোর বেলায় রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা ও সোনাইছড়ি সড়কে চিকনছড়া ব্রীজ সংলগ্ন পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। খবর পেয়ে এক নজর দেখার জন্য ছুটে আসেন শতশত এলাকাবাসী।
ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জের এসি এফ ওয়াহিদুর জামান, বিট কর্মকর্তা পল্লব কুমার শাহা, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান ও রামু থানার পুলিশ।
নিহত নুরুল হক একই ইউনিয়নের ঢালার মূখ নতুন পাড়া এলাকার মাহামুল হক মাদুর ছেলে। নিহতের শালা হাফেজ আহাম্মদ জানান নুরুল হক ধান আনার জন্য ভোর বেলায় সোনাইছড়ি যাওয়ার পথে হাতির আক্রমণে তার মৃত্যু হয়, নুরুল হকের হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পোস্ট ম্যাডাম না করে তাকে দাফন করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
নিহতের ছেলে রিফাত হোসেন জানান, ভোরে বাসা থেকে বের হয়ে সোনাইছড়িতে ধান আনতে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তার বাবা। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার বাবার মৃত্যু হয়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মুফিজুর রহমান জানান নুরুল হক সকালে ধান আনার জন্য সোনাইছড়ি যাওয়ার পথে হাতির আক্রমণে মৃত্যু হয়। পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
রাজারকুল রেঞ্জের সহকারী বন সংরক্ষক ওয়াহিদুজ জামান জানান, নিহতের পরিবারকে সরকারি সহযোগিতা করা হবে।