মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫৫ টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণির ৭শতাধীক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি জামিল ইউসুফ বাদলের সার্বিক তত্বাবধানে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সুষ্ঠুু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
দুপুর আড়াইটায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ফলাফল প্রকাশের মাধ্যমে ৫৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও সনদ প্রদান করা হয়।
এসময় রামগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।























