এম. শাহাবুদ্দিন -রাজশাহী।।
রাজশাহীর দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার -২০ নভেম্বর – সকালে উপজেলার সিংগা পুর্বপাড়া ও মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার -ইউএনও- ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এর ভ্রাম্যমান আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার সিংগা -মধ্যপাড়া- গ্রামের শ্রী প্রেমপদ পান্নার ছেলে রবিন পান্না -২৬- উপজেলার সিংগা -পুর্বপাড়া- গ্রামের সামশুল হকের ছেলে ফয়সাল ইসলাম -২২- ও একই এলাকার আব্দুর রশিদদের ছেলে জহুরুল ইসলাম রনি -৩০-।
অপরদিকে- অভিযানে চোলাই মদ উদ্ধার করা করা হয়। এসময় উপজেলার সিংগা -মধ্যপাড়া- গ্রামের গবরধনের ছেলে মাদক ব্যবসায়ী পরমেশ্বর -৩৫- পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয় -খ- সার্কেলের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন- মাদক বিরোধী বিশেষ অভিযানে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। যারা মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।