মোঃ মাছুম আকবরী আকাশ
পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি।।
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার একটি খামার থেকে অর্ধকোটি টাকার বিদেশি জাতের ১৯টি গরু চুরির ঘটনায় মামলার প্রধান আসামি খামারের কেয়ারটেকার আবদুল মান্নানকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার -১৯ নভেম্বর- চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ পটিয়া থানার উপ-পরিদর্শক -এসআই- রাজু আহমেদ গাজী সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. লোকমান।
গত ১২ নভেম্বর গভীর রাতে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে কেয়ারটেকারের সহযোগিতায় সশস্ত্র সংঘবদ্ধ একটি ডাকাতদল ১৯টি গরু ডাকাতি করে। পরদিন ১৩ নভেম্বর খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় কেয়ারটেকার আবদুল মান্নানকে প্রধান আসামি করা হয়।
পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ করে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মো. মোক্তার শাহকে -৪০- গত ১৭ নভেম্বর চট্টগ্রামের বহদ্দারহাট এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে ১৮ নভেম্বর অভিযান চালিয়ে আরও দুই আসামি—আব্দুল রহমান ওরফে সুমন এবং দিদারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নামজুন নুর জানিয়েছেন, মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।