উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা বাজারে ৫২কেজি গাঁজা সহ ২ জন গাঁজা সরবরাহ কারীকে আটক করে জনতা। আজ সোমবার ৪ নভেম্বর
মৌচাক – ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে সোনাতলা বাজার এলাকায় সন্ধ্যায় গাড়ীর ডাইভার মানিক মিয়া -৩৭- ও রবিন মিয়া -৩৫- গাড়ী ঢাকা মেট্রো-ন-২০ – ৬৮০৫- গাড়ীতে অভিনব কায়দায় বস্তার মধ্যে কাঠের গুড়ি ভরে তার ভিতরে গাঁজা ট্রাকে নিয়ে যাচ্ছিল। বোয়ালী ইউনিয়ন পরিষদের সদস্য আলাল উদ্দিন মেম্বারের পরিচালনায় সকলের সহযোগিতায় গাঁজা সহ ট্রাকটি আটক করতে সক্ষম হয়।
আলাল উদ্দিন মেম্বার জানান- তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে মাদক বিরোধী প্রচারনা, গণসচেতনতা, যুব সমাজকে মাদকাসক্ত থেকে মুক্তির চেষ্টা করছেন। এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে গ্রামে গ্রামে মাদক বিরোধী প্রচারনা করেছেন। তিনি এলাকার মাইকিং করেছেন। অবশেষে অনেক চেষ্টার পর ৫২ কেজি চালান ধরা পড়ে।
বোয়ালী নরেন্দ্র নারায়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- সোহেল রানা জানান- যুব সমাজকে মাদক মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছি। এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে নিয়ে গণসচেতনতা গড়ে তুলেছি ।
জানা যায়, ব্রাহ্মনবাড়ীয়া জেলা আখাউড়া থেকে মাদক ব্যবসায়ী মামুন মিয়া গাঁজা সহ ট্রাক পাঠিয়েছে।
গাঁজা সহ ট্রাক আটকের পর মৌচাক পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে রাত ৯ টায় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে গাঁজা ও ধৃত ২ জন থানায় নিয়ে যান। এ রির্পোট লিখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।