Dhaka , Thursday, 21 November 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা।। সীমিত সামর্থ্য ও নানা সংকট নিয়ে রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।। দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত।। সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতর থেকে ইজিবাইক চালকের জবাই করা লাশ উদ্ধার।। খাদ্যের সরবরাহে কোন কৃত্রিম সংকট তৈরি করতে দেওয়া হবেনা- বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।। আগামীকাল হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল শুরু।। কোম্পানীগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু।। শেরপুরে গ্রাম পর্যায়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত।। মেধা যাচাইয়ের লক্ষ্যে জামালপুরে নূরানী স্কলারশীপ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।। নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির জবাইকৃত লাশ উদ্ধার।। লক্ষ্মীপুরে আহতদের সুচিকিৎসা দাবিতে সড়ক অবরোধ।। রূপগঞ্জে সাংবাদিক হত্যা চেষ্টায় হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন।। নিখোঁজের ১০ দিন পর খালে মিলল বেদের মরদেহ।। রামগঞ্জে বিনা লাভের সবজি বাজারে ব্যাপক সাড়া।। পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ আহত ২।। কক্সবাজার’র রামুতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে প্রতারণা- দুইযুবক আটক।। মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা।। কাজের গুনগত মান ঠিক না থাকলে বিল দেয়া হবে না- চসিক মেয়র ডা. শাহাদাত।। বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে সিদ্ধিরগঞ্জে ওরিয়ন ফার্মায় শ্রমিক অসন্তোষ।। সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত সুমাইয়ার লাশ  চার মাস পর কবর থেকে উত্তোলন।। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির দায়িত্ব গ্রহণ।। দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড।। ইসলামি বইমেলা হেরার জ্যোতির পথ দেখায় -ধর্ম উপদেষ্টা।। বিদেশ যাওয়া হলোনা কলেজছাত্র জাকিরের মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু।। খাবার ও কম্বল বিতরণ করলো ক্লীন সিলেট।। ঠাকুরগাঁওয়ে সাফ চ্যাম্পিয়ান নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা।। কথিত ইয়াবাসহ ওমরা হজ যাত্রী জেদ্দা এয়ারপোর্টে আটক পরে মুক্তি।। সিদ্ধিরগঞ্জে শিমরাইল শাখার ট্রাক টার্মিনালের সংস্কারকাজ চলছে।। শেরপুরে মানুষিক ভারসাম্যহীন নাতনিকে নিয়ে কষ্ট করে দিন পারি দিচ্ছেন নানি।। পাবনায় অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে ফায়ার সার্ভিসের গাড়িচালক নিহত।।

সড়কের বেহাল দশায় আতঙ্কে শিক্ষার্থী সহ পথচারীরা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:46 am, Tuesday, 29 October 2024
  • 21 বার পড়া হয়েছে

সড়কের বেহাল দশায় আতঙ্কে শিক্ষার্থী সহ পথচারীরা।।

পাবনা প্রতিনিধ।।
     
পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর অঞ্চলের তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের প্রবেশদ্বার নামে খ্যাত নৌবাড়িয়া- ভাঙ্গুড়া সংযোগ সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা।  
সড়কের পিচ ঢালাই ও ইটের সুড়কি  উঠে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় দিনের পর দিন হাঁটু পানি জমে থাকে। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত বসতবাড়ির ময়লাযুক্ত নোংড়া পানি প্রতিনিয়ত এসে জমা হচ্ছে রাস্তায়। 
তার মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে বিভিন্ন ধরণের যাত্রীবাহী গাড়ি । উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও পথচার এই পথগুলি ব্যবহার করে থাকেন।  
উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার মাস্টার পাড়া টু  নৌবাড়িয়া- রেল লাইন পাড়া টু ভদ্রপাড়া ও চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া উপজেলা পরিষদ রাস্তায়ও এমন চিত্র দেখা গেছে। 
তবে উপজেলা প্রকৌশল বিভাগ বলছেন- অতিবৃষ্টির কারণে পৌরসভার রাস্তাসহ কিছু স্থানে পানি জমে ভেঙ্গে গিয়ে যান চলাচলের  সমস্যা সৃষ্টি হচ্ছে। 
পাশাপাশি পৌর সদরের নতুন ড্রেনেজ নির্মাণের কাজ চলায় সাময়িক কোথাও কোথাও সমস্যা হচ্ছে। তবে তা বেশি দিন থাকবে না।  নতুন বরাদ্দ পেলেই আগামী বছর রাস্তা সংষ্কারের চেষ্টা করা হবে।
সম্প্রতি সরেজমিন, প্রথম শ্রেণির পৌরসভা ভাঙ্গুড়ার ১নং ওয়ার্ডের উত্তরাঞ্চলের অষ্টমনিষা- দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের কয়েক লাখ মানুষের উপজেলা সদরের প্রবেশদ্বার নামে খ্যাত মাস্টার পাড়া টু নৌবাড়িয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা-
রেললাইন পাড়া টু ভদ্রপাড়া, উপজেলা টু চরভাঙ্গুড়া রাস্তার উপজেলা মোড় ঘুরে দেখা গেছে- রাস্তার পিচ- খোয়া উঠে গিয়ে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। 
বেশির ভাগ রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে থাকছে পানি। হেলে দুলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহি গাড়িসহ অন্যান্য যানবাহন। পানির নিচে বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। 
বিশেষত- খানমরিচ- অষ্টমনিষা ও দিলপাশার ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পথে রোগিবাহী গাড়ি গুলোকে পড়তে হয় বড় বিপাকে। 
অপরদিকে রেললাইন পাড়া টু ভদ্রপাড়া রাস্তার কওমী মাদ্রাসার পাশে বৃষ্টির পানি ও অপরিকল্পিত বাসা বাড়ির ময়লা ও নোংড়া পানি জমে সেখানেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। 
বেইলী সেতু হয়ে রেললাইন রাস্তা দিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভায় সেবা গ্রহীতার প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করতে জনদূর্ভোগ পহাতে হচ্ছে। 
অপরদিকে চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া বাজার রাস্তার উপজেলা পরিষদ মোড়ে সেখানেও রাস্তার উপর দীর্ঘদিন পানি জমে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে সমস্যা তৈরি করেছে।
 উপজেলার খানমরিচ, অষ্টমনিষা ও দিলপাশার এ তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ মাস্টারপাড়া টু নৌবাড়িয়া রাস্তার দিয়ে প্রতিদিন চলাচল করে। 
এই রাস্তার ধরেই মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ- সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ- উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স- উপজেলা পরিষদ, পৌরসভায় সেবা নিতে প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করেন থাকেন। 
অতিদ্রুত চলাচলে এই সকল জনবহুল রাস্তা অথচ অপরিকল্পিকভাবে পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রকৌশল দপ্তর মাঝে মধ্যে রাস্তা কার্পেটিং করলেও তা দীর্ঘস্থায়ী বা টেকসই হচ্ছে না। 
প্রধান প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে রাস্তা সংষ্কার কিংবা কার্পেটিং করলে সরকারের অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। অন্যদিকে রাস্তার উন্নয়নও হবে টেকসই এমন দাবী স্থানীয় বাসিন্দাদের। 
খানমরিচ ইউনিয়নের বাসিন্দা আয়ুব আলী  বলেন- জন গুরুত্বপূর্ণ এই রাস্তা গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত সংষ্কার করে মানুষের চলাচলে স্বাভাবিক করা দরকার ।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে  পৌরসভার  কোন কোন রাস্তার উপর পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। বরাদ্দ পেলে আগামী নভেম্বরে সংষ্কারের জন্য নতুন টেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে ।
উপজেলা প্রকৌশলী মোছাঃ আফরোজা পারভীন বলেন, কাজ গুলি এবছরে করার মত আর সুযোগ নেই। বরাদ্দ পেলে আগামী বছরের টেন্ডারে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

দেবহাটায় জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ আসিফ ও আহতদের স্মরনে স্মরন সভা।।

সড়কের বেহাল দশায় আতঙ্কে শিক্ষার্থী সহ পথচারীরা।।

আপডেট সময় : 11:24:46 am, Tuesday, 29 October 2024
পাবনা প্রতিনিধ।।
     
পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর অঞ্চলের তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের প্রবেশদ্বার নামে খ্যাত নৌবাড়িয়া- ভাঙ্গুড়া সংযোগ সড়কের প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা।  
সড়কের পিচ ঢালাই ও ইটের সুড়কি  উঠে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় দিনের পর দিন হাঁটু পানি জমে থাকে। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিত বসতবাড়ির ময়লাযুক্ত নোংড়া পানি প্রতিনিয়ত এসে জমা হচ্ছে রাস্তায়। 
তার মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে বিভিন্ন ধরণের যাত্রীবাহী গাড়ি । উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও পথচার এই পথগুলি ব্যবহার করে থাকেন।  
উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার মাস্টার পাড়া টু  নৌবাড়িয়া- রেল লাইন পাড়া টু ভদ্রপাড়া ও চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া উপজেলা পরিষদ রাস্তায়ও এমন চিত্র দেখা গেছে। 
তবে উপজেলা প্রকৌশল বিভাগ বলছেন- অতিবৃষ্টির কারণে পৌরসভার রাস্তাসহ কিছু স্থানে পানি জমে ভেঙ্গে গিয়ে যান চলাচলের  সমস্যা সৃষ্টি হচ্ছে। 
পাশাপাশি পৌর সদরের নতুন ড্রেনেজ নির্মাণের কাজ চলায় সাময়িক কোথাও কোথাও সমস্যা হচ্ছে। তবে তা বেশি দিন থাকবে না।  নতুন বরাদ্দ পেলেই আগামী বছর রাস্তা সংষ্কারের চেষ্টা করা হবে।
সম্প্রতি সরেজমিন, প্রথম শ্রেণির পৌরসভা ভাঙ্গুড়ার ১নং ওয়ার্ডের উত্তরাঞ্চলের অষ্টমনিষা- দিলপাশার ও খানমরিচ ইউনিয়নের কয়েক লাখ মানুষের উপজেলা সদরের প্রবেশদ্বার নামে খ্যাত মাস্টার পাড়া টু নৌবাড়িয়া প্রায় দুই কিলোমিটার রাস্তা-
রেললাইন পাড়া টু ভদ্রপাড়া, উপজেলা টু চরভাঙ্গুড়া রাস্তার উপজেলা মোড় ঘুরে দেখা গেছে- রাস্তার পিচ- খোয়া উঠে গিয়ে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। 
বেশির ভাগ রাস্তার পাশে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জমে থাকছে পানি। হেলে দুলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাত্রীবাহি গাড়িসহ অন্যান্য যানবাহন। পানির নিচে বড় বড় গর্তে গাড়ির চাকা পড়ে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। 
বিশেষত- খানমরিচ- অষ্টমনিষা ও দিলপাশার ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পথে রোগিবাহী গাড়ি গুলোকে পড়তে হয় বড় বিপাকে। 
অপরদিকে রেললাইন পাড়া টু ভদ্রপাড়া রাস্তার কওমী মাদ্রাসার পাশে বৃষ্টির পানি ও অপরিকল্পিত বাসা বাড়ির ময়লা ও নোংড়া পানি জমে সেখানেও বড় বড় গর্ত তৈরি হয়েছে। 
বেইলী সেতু হয়ে রেললাইন রাস্তা দিয়ে উপজেলা পরিষদ ও পৌরসভায় সেবা গ্রহীতার প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করতে জনদূর্ভোগ পহাতে হচ্ছে। 
অপরদিকে চরভাঙ্গুড়া টু ভাঙ্গুড়া বাজার রাস্তার উপজেলা পরিষদ মোড়ে সেখানেও রাস্তার উপর দীর্ঘদিন পানি জমে বড়বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে সমস্যা তৈরি করেছে।
 উপজেলার খানমরিচ, অষ্টমনিষা ও দিলপাশার এ তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষ মাস্টারপাড়া টু নৌবাড়িয়া রাস্তার দিয়ে প্রতিদিন চলাচল করে। 
এই রাস্তার ধরেই মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল, সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজ- সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ- উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স- উপজেলা পরিষদ, পৌরসভায় সেবা নিতে প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করেন থাকেন। 
অতিদ্রুত চলাচলে এই সকল জনবহুল রাস্তা অথচ অপরিকল্পিকভাবে পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রকৌশল দপ্তর মাঝে মধ্যে রাস্তা কার্পেটিং করলেও তা দীর্ঘস্থায়ী বা টেকসই হচ্ছে না। 
প্রধান প্রধান সড়কের পাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে রাস্তা সংষ্কার কিংবা কার্পেটিং করলে সরকারের অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। অন্যদিকে রাস্তার উন্নয়নও হবে টেকসই এমন দাবী স্থানীয় বাসিন্দাদের। 
খানমরিচ ইউনিয়নের বাসিন্দা আয়ুব আলী  বলেন- জন গুরুত্বপূর্ণ এই রাস্তা গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত সংষ্কার করে মানুষের চলাচলে স্বাভাবিক করা দরকার ।
এ বিষয়ে ভাঙ্গুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, অতিবৃষ্টির কারণে  পৌরসভার  কোন কোন রাস্তার উপর পানি জমে রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। বরাদ্দ পেলে আগামী নভেম্বরে সংষ্কারের জন্য নতুন টেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে ।
উপজেলা প্রকৌশলী মোছাঃ আফরোজা পারভীন বলেন, কাজ গুলি এবছরে করার মত আর সুযোগ নেই। বরাদ্দ পেলে আগামী বছরের টেন্ডারে দেওয়ার পরিকল্পনা রয়েছে।