জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে সড়ক অবরোধ করে।
মঙ্গলবার -৮ অক্টোবর- ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল কাদের সরকারকে মারধরের পর এ ঘটনা ঘটে। আফাজ উদ্দিন ও তার দল মোলানী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ে প্রধান শিক্ষক ফজলুল কাদেরকে জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন প্রধান শিক্ষক।
এতে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাজপথে বিক্ষোভ শুরু করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ডে লিখে স্লোগান দিতে থাকে। হামলার শিকার ফজলুল বলেন- আমি স্কুলে প্রবেশ করলে আফাজ ও তার দল হঠাৎ এসে আমার পথ আটকে দেয়। একসময় সে আমাকে মারধর শুরু করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। একজন শিক্ষকের গায়ে হাত দেওয়া সত্যিই নিন্দনীয়। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।