Dhaka , Monday, 30 December 2024
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হৃদয়ে কমলগঞ্জের বিদায়ী সম্মাননা প্রদান।। চট্টগ্রামের মাঝির ঘাটে শ্রমিক সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী- ভিন্নরুপে ক্ষমতায় থাকার পায়চারি করবেন না।। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ জামায়াত আমির।। কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভা।। সাতকানিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি।। তিতাসের সাতানী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা।। তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।। রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।। বনকর্মকর্তাসহ ১৭ জন শ্রমিক অপহরণের শিকার।। হরিপুরে সকল ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত।। লক্ষ্মীপুরে আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ।। চট্টগ্রামে প্রধান নির্বাচন কমিশনার আগামী নির্বাচন ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের মত গ্রহণযোগ্য হবে।। নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন গুরুত্বপূূর্ণ ভূমিকা পালন করবে- চসিক মেয়র ডা. শাহাদাত।। বরিশাল-বরগুনা রুটে নতুন মিনিবাস সার্ভিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত।। বেতাগী উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন- ২০২৫।। মণিরামপুরে বাল্য বিবাহ রোধ ও পরিবেশ দূষণ রোধে সবাইকে সচেতন হতে হবে।। সদরপুরে চুন রং ও চিনি দিয়ে তৈরি হচ্ছে খেজুরের গুড় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।। নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার।। নোয়াখালীতে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কৃষককে গুলি।। দুর্গম পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে থানচিতে বিদ্যালয় চালু করল সেনাবাহিনী।। বিএনপি ও যুবদল নেতাকে নিয়ে আওয়ামী লীগের গুজব ও মিথ্যা প্রপাগান্ডা।। গাজীপুরে কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু।। গাজীপুরে বিএনপি নেতাদের সহায়তায় জমি দখলের চেষ্টা তরুণীসহ তিনজন আহত।। দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান- হাটহাজারীতে মীর হেলাল।। আসুন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভুমিকা রাখি- ডা.শাহাদাত হোসেন।। হাটহাজারীতে ইটভাটায় অভিযান তিন ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা।। শেরপুরে বাসের বেপরোয়া গতিতে কেড়ে নিল ৬ প্রাণ।। ঐশ্বরিক চেতনায় চিত্তবান মানুষ বিনির্মানে সুফিজমের বিকল্প নেই সুফিবাদী ফোরামকে চবি উপাচার্য।। পাইকগাছায় চোরাই মাল’সহ চোর আটক-২।। নীলফামারীর ডিমলায় রংপুরস্থ ছাত্র কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ।।

সাভার আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা-লুটপাট ছয় মামলায় ১৯১০ আসামি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:25:34 am, Saturday, 14 September 2024
  • 52 বার পড়া হয়েছে

সাভার আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা-লুটপাট ছয় মামলায় ১৯১০ আসামি।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
  
   
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বহিরাগত ও উচ্ছৃঙ্খল শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন কারখানায় হামলা- ভাঙচুর- লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়ায় থানায় ৬টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচ মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১ হাজার ৯১০ জনকে আসামি করা হয়েছে। অপর আরেক মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও কোনো সংখ্যার উল্লেখ নেই।

শুক্রবার -১৩ সেপ্টেম্বর- রাতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে- আশুলিয়ার বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী ব্যস্থাপক -প্রশাসন- জাহাঙ্গীর আলম বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা করেন।
এজাহারে তিনি উল্লেখ করেন- গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে প্রায় ২০০ জন বহিরাগত ইয়াগী বাংলাদেশ গার্মেন্টসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। এসময় কারখানার নিরাপত্তা প্রধান আবুল কাশেম ঠাকুর- সুপারভাইজার আব্দুস সাত্তার, প্রহরী তুলা মিয়া, মাসুদুর রহমান, সুলতান- ব্যবস্থাপক -প্ল্যানিং- আব্দুল হামিদ, স্টোর ইনচার্জ সোলাইমান, স্যাম্পল ম্যানেজার মো. মশিউরসহ অন্য কর্মকর্তারা বহিরাগতদের বাধা দিলে তাদের মারধর করে জখম করা হয়।হামলাকারীরা কারখানা থেকে ল্যাপটপ, মনিটার, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং কারখানার ভেতরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল এগিয়ে এলে বহিরাগত হামলাকারীরা পালিয়ে যায়।
আগের দিন বুধবার টংগাড়ি এলাকার ন্যাচারাল ডেনিমস লিমিটেড কারখানার সহকারী ব্যস্থাপক -প্রশাসন- সবুজ হাওলাদার চার জনের নাম উল্লেখ ছাড়াও ও অজ্ঞাতনামা আরও ৩০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- বুলেট- সুজন সরদার- হারুন অর রশিদ- মো. গাদ্দাফি। তারা সবাই এই কারখানার শ্রমিক-কর্মচারী।
এই মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি তুলে কাজ বন্ধ রেখে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে। পরে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরও কাজ বন্ধ রেখে লাঠিসোঁটা নিয়ে বুধবার সকাল ৯টার দিকে কারখানার ছয় তলা থেকে নিচ তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে কর্মরত নিরীহ শ্রমিকদের কাজে বাধা দেয়। কাজ বন্ধ করতে না চাইলে কয়েকজন শ্রমিককে তারা মারধরও করেন। কর্মকর্তাদের একটি কক্ষে আটকে রেখে কারখানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়া আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড কারখানার ব্যস্থাপক -প্রশাসন- ইকবাল হোসেন তপন বাদী হয়ে একই দিন আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তবে আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর এজাহারে বলা হয়েছে- ৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে পাশের জেনারেশন নেক্সট লিমিটেডের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বহিরাগত লোকজন নিয়ে ডিসাং সোয়েটার কারখানায় হামলা চালায়। তখন বাইরে থাকা জেনারেশন নেক্সট ও টপটেক্স কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে হামলা ও লুটপাট চালায়। এসময় কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় কারখানার জানালার কাচ, জাকার্ড মেশিনসহ মূল্যবান মালামাল। পরে সেনাবাহিনীর টহল দল এলে হামলাকারীরা চলে যায়।
অপরদিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড- লাম-মিম অ্যাপারেল্স ও লাম-মিম অ্যাসোসিয়েট লিমিটেড কারখানার ব্যস্থাপক (এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স- মো. রেফাই সিদ্দিক ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন- ৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে বহিরাগতরা তাদের কারখানার মূল ফটকে এসে ইটপাটকেল নিক্ষেপ করে কাজ বন্ধ করতে বলে। তখন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগতরা কারখানার গেইট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে দরজা-জানালার কাচ, সিসি ক্যামেরা, এমব্রয়ডারি মেশিন- প্রিন্টিং মেশিনসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে। কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের মারধরও করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
জিরাব পুকুরপাড় এলাকার লুসাকা গ্রুপের সহকারী ব্যস্থাপক -এইচআর অ্যাডমিন- মো. সোহেল রানা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ- তাদের শ্রমিকরা ৭ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করে। এর মধ্যে কিছু শ্রমিক অযৌক্তিক দাবি-দাওয়া তুলে উৎপাদন বন্ধ রেখে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত হওয়ার কথা বললে তারা মারমুখি হয়ে এগিয়ে আসে ও কারখানায় ভাঙচুর করে। একপর্যায়ে আসামিরা কারখানার সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে মারধর শুরু করে। দুপুর ১২টার দিকে জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা প্রাণ রক্ষার জন্য সুযোগ বুঝে পালিয়ে যান। পরদিনও একই ঘটনা ঘটনায় উচ্ছৃঙ্খল শ্রমিকরা।
এছাড়া আশুলিয়ার গৌরিপুর এলাকার ম্যাকসসন্স স্পিনিং মিলস পিএলসি কারখানার সহকারী মহা ব্যবস্থাপক -প্রশাসন ও মানবসম্পদ বিভাগ- মো. মাকসুদুর রহমান গত ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে।
এজাহারে বলা হয়েছে- সুতা উৎপাদনকারী এই কারখানাটিতে দুপুর পৌনে ২টার দিকে ৫০-৬০ জন বহিরাগত দা- কুড়াল- লোহার পাইপ- লাঠিসোঁটা নিয়ে ১ নম্বর গেটে হামলা চালায়। তখন নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও গেইট ভাঙচুরের চেষ্টা চালান। একপর্যায়ে তারা ভেতরে ঢুকে কম্পিউটার- স্ক্যানার- সিসি ক্যামেরা- প্রিন্টার- পাঞ্চ মেশিন- ১১টি কাভার্ড ভ্যান- তিনটি প্রাইভেট কার- মোটরসাইকেল- কারখানার দরজা-জানালার কাচসহ মূল্যবান মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. মাসুদুর রহমান বলেন- ৫ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারখানা কর্তৃপক্ষ পৃথক মামলাগুলো করেছে। এ সকল বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশে নির্মিত চার সড়কের উদ্বোধন।।

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্লাবিত,২ শত পরিবার পানিবন্দী।।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হৃদয়ে কমলগঞ্জের বিদায়ী সম্মাননা প্রদান।।

সাভার আশুলিয়ায় বিভিন্ন কারখানায় হামলা-লুটপাট ছয় মামলায় ১৯১০ আসামি।।

আপডেট সময় : 09:25:34 am, Saturday, 14 September 2024
মোঃ আসিফুজ্জামান আসিফ 
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
  
   
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বহিরাগত ও উচ্ছৃঙ্খল শ্রমিকদের সঙ্গে মিশে বিভিন্ন কারখানায় হামলা- ভাঙচুর- লুটপাট ও মারধরের ঘটনায় আশুলিয়ায় থানায় ৬টি মামলা হয়েছে। এর মধ্যে পাঁচ মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১ হাজার ৯১০ জনকে আসামি করা হয়েছে। অপর আরেক মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হলেও কোনো সংখ্যার উল্লেখ নেই।

শুক্রবার -১৩ সেপ্টেম্বর- রাতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে- আশুলিয়ার বেরন এলাকার ইয়াগী বাংলাদেশ গার্মেন্টস লিমিটেড কারখানার সহকারী ব্যস্থাপক -প্রশাসন- জাহাঙ্গীর আলম বাদী হয়ে বৃহস্পতিবার আশুলিয়া থানায় একটি মামলা করেন।
এজাহারে তিনি উল্লেখ করেন- গত ৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে প্রায় ২০০ জন বহিরাগত ইয়াগী বাংলাদেশ গার্মেন্টসে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। এসময় কারখানার নিরাপত্তা প্রধান আবুল কাশেম ঠাকুর- সুপারভাইজার আব্দুস সাত্তার, প্রহরী তুলা মিয়া, মাসুদুর রহমান, সুলতান- ব্যবস্থাপক -প্ল্যানিং- আব্দুল হামিদ, স্টোর ইনচার্জ সোলাইমান, স্যাম্পল ম্যানেজার মো. মশিউরসহ অন্য কর্মকর্তারা বহিরাগতদের বাধা দিলে তাদের মারধর করে জখম করা হয়।হামলাকারীরা কারখানা থেকে ল্যাপটপ, মনিটার, সিসি ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং কারখানার ভেতরে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ও বিজিবির টহল দল এগিয়ে এলে বহিরাগত হামলাকারীরা পালিয়ে যায়।
আগের দিন বুধবার টংগাড়ি এলাকার ন্যাচারাল ডেনিমস লিমিটেড কারখানার সহকারী ব্যস্থাপক -প্রশাসন- সবুজ হাওলাদার চার জনের নাম উল্লেখ ছাড়াও ও অজ্ঞাতনামা আরও ৩০ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- বুলেট- সুজন সরদার- হারুন অর রশিদ- মো. গাদ্দাফি। তারা সবাই এই কারখানার শ্রমিক-কর্মচারী।
এই মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা বেশ কিছুদিন ধরে বিভিন্ন দাবি তুলে কাজ বন্ধ রেখে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে। পরে তাদের দাবি মেনে নেয় কর্তৃপক্ষ। তারপরও কাজ বন্ধ রেখে লাঠিসোঁটা নিয়ে বুধবার সকাল ৯টার দিকে কারখানার ছয় তলা থেকে নিচ তলা পর্যন্ত বিভিন্ন ফ্লোরে কর্মরত নিরীহ শ্রমিকদের কাজে বাধা দেয়। কাজ বন্ধ করতে না চাইলে কয়েকজন শ্রমিককে তারা মারধরও করেন। কর্মকর্তাদের একটি কক্ষে আটকে রেখে কারখানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়।
এছাড়া আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড কারখানার ব্যস্থাপক -প্রশাসন- ইকবাল হোসেন তপন বাদী হয়ে একই দিন আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। তবে আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।
এর এজাহারে বলা হয়েছে- ৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে পাশের জেনারেশন নেক্সট লিমিটেডের কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক বহিরাগত লোকজন নিয়ে ডিসাং সোয়েটার কারখানায় হামলা চালায়। তখন বাইরে থাকা জেনারেশন নেক্সট ও টপটেক্স কারখানার উচ্ছৃঙ্খল শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে হামলা ও লুটপাট চালায়। এসময় কারখানার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মারধর করা হয়। ভাঙচুর করা হয় কারখানার জানালার কাচ, জাকার্ড মেশিনসহ মূল্যবান মালামাল। পরে সেনাবাহিনীর টহল দল এলে হামলাকারীরা চলে যায়।
অপরদিকে আশুলিয়ার বঙ্গবন্ধু রোড এলাকার আলিফ এমব্রয়ডারি ভিলেজ লিমিটেড- লাম-মিম অ্যাপারেল্স ও লাম-মিম অ্যাসোসিয়েট লিমিটেড কারখানার ব্যস্থাপক (এইচআর অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স- মো. রেফাই সিদ্দিক ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। এতে অজ্ঞাতনামা ৪০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বাদী অভিযোগ করেন- ৮ সেপ্টেম্বর সকাল পৌনে ১০টার দিকে বহিরাগতরা তাদের কারখানার মূল ফটকে এসে ইটপাটকেল নিক্ষেপ করে কাজ বন্ধ করতে বলে। তখন কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগতরা কারখানার গেইট ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে দরজা-জানালার কাচ, সিসি ক্যামেরা, এমব্রয়ডারি মেশিন- প্রিন্টিং মেশিনসহ মূল্যবান মালামাল ভাঙচুর করে। কারখানার নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের মারধরও করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা পালিয়ে যায়।
জিরাব পুকুরপাড় এলাকার লুসাকা গ্রুপের সহকারী ব্যস্থাপক -এইচআর অ্যাডমিন- মো. সোহেল রানা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ- তাদের শ্রমিকরা ৭ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কার্ড পাঞ্চ করে কারখানায় প্রবেশ করে। এর মধ্যে কিছু শ্রমিক অযৌক্তিক দাবি-দাওয়া তুলে উৎপাদন বন্ধ রেখে উচ্ছৃঙ্খল আচরণ করতে থাকে। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তাদের শান্ত হওয়ার কথা বললে তারা মারমুখি হয়ে এগিয়ে আসে ও কারখানায় ভাঙচুর করে। একপর্যায়ে আসামিরা কারখানার সব কর্মকর্তা-কর্মচারীকে জিম্মি করে মারধর শুরু করে। দুপুর ১২টার দিকে জিম্মি কর্মকর্তা-কর্মচারীরা প্রাণ রক্ষার জন্য সুযোগ বুঝে পালিয়ে যান। পরদিনও একই ঘটনা ঘটনায় উচ্ছৃঙ্খল শ্রমিকরা।
এছাড়া আশুলিয়ার গৌরিপুর এলাকার ম্যাকসসন্স স্পিনিং মিলস পিএলসি কারখানার সহকারী মহা ব্যবস্থাপক -প্রশাসন ও মানবসম্পদ বিভাগ- মো. মাকসুদুর রহমান গত ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা এক হাজার ২০০ জনকে।
এজাহারে বলা হয়েছে- সুতা উৎপাদনকারী এই কারখানাটিতে দুপুর পৌনে ২টার দিকে ৫০-৬০ জন বহিরাগত দা- কুড়াল- লোহার পাইপ- লাঠিসোঁটা নিয়ে ১ নম্বর গেটে হামলা চালায়। তখন নিরাপত্তাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও গেইট ভাঙচুরের চেষ্টা চালান। একপর্যায়ে তারা ভেতরে ঢুকে কম্পিউটার- স্ক্যানার- সিসি ক্যামেরা- প্রিন্টার- পাঞ্চ মেশিন- ১১টি কাভার্ড ভ্যান- তিনটি প্রাইভেট কার- মোটরসাইকেল- কারখানার দরজা-জানালার কাচসহ মূল্যবান মালামাল ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক -তদন্ত- মো. মাসুদুর রহমান বলেন- ৫ থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারখানা কর্তৃপক্ষ পৃথক মামলাগুলো করেছে। এ সকল বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।