মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানায় ২১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন কারখানার শ্রমিকেরা। শনিবার ভোর ৫টায় উপজেলার বোর্ডঘর এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক টায়ারে আগুন ও স্কয়ার ফার্মাসিটিক্যালের সামনে অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
অবিলম্বে এইচ আর ডি এজিএম সুরজিৎ মুখার্জি এবং প্রোডাকশন সিনিয়র ম্যানেজার দিপালক কর্মকার- সিনিয়র ম্যানেজার জাহিদুর রহমান- শাম্মী আক্তার এইচ আর ডি- রুহুল আমিন এইচ কেডি ইনচার্জকে পদত্যাগ- বৈষম্য বিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরীচ্যুত করা যাবে না। এই মর্মে তার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা প্রদান করতে হবে যদি পরবর্তী সময়ে কোন কর্মীকে কোন প্রকার হয়রানি কিংবা চাকরি জনিত কোন আইন মূলক কিছু করা হয় তাহলে তার ফলস্বরূপ যা কিছু ঘটবে তা সম্পূর্ণ দায়ভার স্কয়ার ফার্মাসিটিক্যাল পিএলসি কর্তৃপক্ষ গ্রহণ করতে হবে। সাপ্তাহিক ছুটি দুইদিনসহ
২১ দফা দাবিতে কালিয়াকৈর বিক্ষোভ করেছেন ওষুধ কারখানার শ্রমিকেরা।
কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ শ্রমিকরা ১০ বছর চাকরি করলেও পার্মানেন্ট করা হয়নি। প্রত্যেক শ্রমিককে দুই বেলা খাবার পাশ দিতে হবে। খাবার ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য রাখা যাবে না। খাবার মান উন্নয়ন করতে হবে। খাবার মেনু পরিবর্তন করতে হবে । সব মিলিয়ে ২১টি দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আজ সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা ঢাকা টাঙ্গাইল সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে নয়টা পর্যন্ত শ্রমিকদের কর্মসূচি চলছে।