সাইফ ইব্রাহিম
ইবি প্রতিনিধি।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকিব নসরুল্লাহকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের -ইবি- উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মর্মে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার -২৪ আগস্ট- বিকেল থেকে বিভিন্ন ফেসবুক পেইজ ও আইডি থেকে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করে এ তথ্য ছড়ানো হয়। তবে বিষয়টিকে গুজব বলছে শিক্ষা মন্ত্রনালয়ের সংশ্লিষ্টরা।
শিক্ষা মন্ত্রনালয়ের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করে এটির সত্যতা পাওয়া যায় নি। এছাড়া এ সংক্রান্ত কোনো চিঠিও হাতে পাননি বলে জানিয়েছেন ড. নকিব নসরুল্লাহ।
তিনি বলেন- আমি কোনো চিঠি পাইনি। এ বিষয়ে কিছু জানিও না।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রাত সোয়া ৮টার দিকে প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন- আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের বন্ধুদের জেল থেকে ছাড়িয়ে এনেছে, সে সকল শিক্ষদের আমরা উপাচার্য হিসেবে চাই। আমরা বাইরের কাউকে -বসন্তের কোকিল- আমাদের উপাচার্য হিসেবে চাই না। আর যদি তা হয় তাহলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষনা করবো।
উল্লেখ, ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের পর গত ৮ আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র প্রেরণ করেন ইবির ১৩তম উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এরপর থেকে ইবির এই শীর্ষ পদটি শূন্য ঘোষণা করা হয়।