মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জামাল উদ্দিন আহমেদ ও উপজেলা যুবলীগের সভাপতি মো.সাখাওয়াত হোসেনের বিচারের দাবিতে
বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে
কাপাসিয়া ঐক্যবদ্ধ নারী সমাজ। রোববার -১৮ আগস্ট- দুপুরে উপজেলার সাফইশ্রী ইউনিয়ন থেকে ঝাড়ু মিছিল নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঝাড়ু মিছিলে নেতৃত্বেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি জান্নাতুল ফেরদৌস।
অভিযুক্তরা হলেন- কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি তরগাঁও গ্রামের মৃত সফিউদ্দিন আহমেদ ওরফে সাবু চেয়ারম্যানের ছেলে মো.জামাল উদ্দিন আহমেদ -৬০- ও উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলার রাউৎকোনা গ্রামের মৃত সাহেব আলী মুক্তারের ছেলে মো.সাখাওয়াত হোসেন।
শনিবার -১৭ আগস্ট- দুপুরে তরগাঁও গ্রামের এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলার পর পুলিশ মো.জামাল উদ্দিন আহমেদকে গ্রেফতার করে আদালতে পাঠায়।
অপরদিকে ২০২২ সালের ৩১ আগস্ট কিশোরী গৃহকর্মীকে ধর্ষণ ও সন্তান প্রসবের ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করেন। মামলায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধানকে সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন।
মামলায় উল্লেখ্য- মো. সাখাওয়াত হোসেন তার স্ত্রীর অনুপস্থিতিতে কিশোরী গৃহকর্মীকে প্রায়ই ধর্ষণ করতেন। ওই মামলায় সন্তানের বাবা দাবি করে তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে আনেন। পরে চেয়ারম্যান গৃহকর্মী কিশোরী অন্তঃসত্ত্বা হলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে কিশোরীকে উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন এক বাসায় তুলে দেন। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান- রোববার দুপুরে জামাল উদ্দিন আহমেদকে গাজীপুর আদালতে তুললে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।