Dhaka , Saturday, 31 January 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শরীয়তপুরে উজ্জ্বল-আনোয়ারের নিয়ন্ত্রণে পিআইও অফিস, কোটি টাকার হরিলুট বিএনপি দেশের উন্নয়নে পরীক্ষিত দল : ড.মঈন খান শ্রীপুরে জাতীয়বাদী ফোরামের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ মাগুরা–১ আসনে বিএনপির নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত চিলমারীতে ট্রাকের সিটের নিচে মিলল ১৫ কেজি গাঁজা, র‍্যাবের হাতে আটক ৩ তারেক রহমানের কাছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পাইকগাছায় বিএনপি নেতা সরদার মাসুদ পারভেজের শোকসভা অনুষ্ঠিত পাইকগাছায় শিবসা ব্রিজের বাইপাস সড়কের বেহাল অবস্থা; দ্রুত সংস্কারের দাবি চট্টগ্রামে বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। শহীদ মন্নান স্মৃতি সংস্থার উদ্যোগে শহীদ মন্নান স্মৃতি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে যুবদলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ রূপগঞ্জে দলীয় কর্মসূচীতে নাম আগে -পরে নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ নিহত ১ ঝালকাঠিতে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতাসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান—শহিদুল আলম বাহাদুরের সমর্থনে ঈদগাঁওয়ে বিশাল গণমিছিল খুরুশকুলে ধানের শীষের বিশাল জনসভা: উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার লুৎফুর রহমান কাজলের বান্দরবানে আরআইসির অভিযানে শটগানের কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মুড়াপাড়ায় উঠান বৈঠক আন্তর্জাতিক বাণিজ্য মেলা পর্দা নামছে আজ শেষ মূহুর্তে লোকে লোকারণ্য ॥ মূল্যছাড়ে কেনাকাটার ধুম ॥ বিক্রেতারা খুশি পাঁচবিবি মডেল প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সাভারে গার্মেন্টসে ভাঙচুর: ৭ নারীসহ ২৩ শ্রমিক গ্রেফতার আয়বর্ধক প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর করা হবে চসিককে:- মেয়র ডা. শাহাদাত হোসেন অনির্বাচিত সরকার কখনও দেশের মানুষের আশা পূরণ করতে পারে না :- দক্ষিণ হালিশহরে গণসংযোগে আমির খসরু মাহমুদ চৌধুরী আসন্ন সংসদ নির্বাচন: দিনাজপুরে বিজিবি মোতায়েন ও ১৩টি বেইস ক্যাম্প স্থাপন যারা শংকার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে:– দক্ষিণ আগ্রাবাদে গণসংযোগকালে আমির খসরু মাহমুদ চৌধুরী… সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে ৫২টি বিভিন্ন ব্রান্ডের চোরাই মোবাইল ফোন সহ ০৩ জন আসামী গ্রেফতার কটিয়াদীতে ভাতিজার টেটার আঘাতে বিএনপি সভাপতি কামাল মেম্বার নিহত,গ্রেপ্তার ২ আফতাবনগরে নাহিদ ইসলামের গণসংযোগে ভোটারদের দাবি, সুশাসনের বার্তা ও রাজনৈতিক উত্তেজনা নোয়াখালীতে পাল্টাপাল্টি স্লোগান দিয়ে বিএনপি-এনসিপির সংঘর্ষ, আহত ১২ ক্ষমতায় যাওয়ার আগে জনগণ যাদের হাতে নিরাপদ নয়,ক্ষমতায় যাওয়ার পর আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে : ডা.শফিকুর রহমান ভোটের জন্য জীবন উৎসর্গ করেছেন খালেদা জিয়া: মেয়র মজিবর রহমান

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

  • Reporter Name
  • আপডেট সময় : 08:33:26 pm, Wednesday, 11 August 2021
  • 300 বার পড়া হয়েছে

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।

বাহার উদ্দিন বাহার ওরফে মাটি বাহার। ছিলেন বাসার দারোয়ান সেখান থেকে হয়ে গেলেন চট্টগ্রামের বায়োজিদ এলাকার কিং! একসময় ছিলেন বিএনপি ক্যাডার, এখন যুবলীগের প্রভাবশালী নেতা। হঠাৎ প্রভাবশালী নেতা বনে যাওয়া কে এই বাহার?

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা মোঃ লাল মিয়ার ছেলে বাহার উদ্দিন বাহার ছিলেন চট্টগ্রাম বায়েজিদ চৌধুরী নগর হাসান সাহেবের খামার বাড়ির দারোয়ান। আগে এই খামার বাড়ীর দারোয়ান ছিল তার বাবা লাল মিয়া। বাবা মারা যাওয়ার পর পৈতৃকসূত্রে ওই দারোয়ানের দায়িত্বটি পেয়েছিলেন তার ছেলে বাহার।

দায়িত্ব পেয়েই বাহার বায়েজিদ থানা এলাকায় সরকারি পাহাড় দখল করে মাটি বিক্রি শুরু করে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে সে সরকারি পাহাড় দখল করে বিভিন্ন ব্যাক্তির কাছে পাহাড়ের দখলস্বত্ব বিক্রি করে দুই হাতে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ব্যবসা টিকিয়ে রাখতে রাজনৈতিক ঢাল ব্যবহার করতে রাতারাতি বনে গেলেন জালালাবাদ যুবলীগের প্রভাবশালী নেতা বিএনপির এই ক্যাডার।

যুবলীগের নেতা সেজেই বাহার শুরু করে বায়োজিদ এলাকায় আধিপত্য বিস্তার। গড়ে তোলেন পুলিশের সোর্স আনোয়ার, সন্ত্রাসী মিঠু, বোম আলম, বাদলের ভাই লিটন, শাহজাহান, সোর্স আনোয়ারের ভাই আবু, বোনের জামাই মঈনুদ্দিন, ভাগিনা বাবলু এবং তার প্রধান সহযোগি শুক্কুরকে নিয়ে বিশাল সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপ দিয়ে বায়োজিদ এলাকার মাদক ব্যবসা, আধিপাত্য বিস্তার, ছিনতাই সবকিছুতেই নিয়ন্ত্রণ করে মাটি বাহার।

সূত্র জানায়, নগরীর বায়েজিদ এলাকায় নির্বিচারে পাহাড় কাটছে বাহার ও তার সিন্ডিকেট। আবার পাহাড় নিজের দখলে রাখতে গড়ে তুলেছে কিশোর গ্যাংদের দিয়ে আরেকটি সন্ত্রাসী বাহিনীও। এই বাহিনীকে ব্যবহার করে বায়েজিদের চৌধুরী নগর-চন্দ্রনগর শ্যামল ছায়াসহ আশপাশের অসংখ্য বড় বড় পাহাড় কেটে কোটি-কোটি টাকার মালিক এখন বাহার উদ্দিন বাহার। বর্তমানে তার রয়েছে বিলাসবহুল বাড়ি ও একাধিক ফ্লট। তবে, তার বিরুদ্ধে পাহাড়কাটা, চাঁদাবাজি, দখলবাজিসহ একাধিক মামলাও রয়েছে।

এদিকে বাংলাদেশের মানচিত্রে বায়েজিদ এলাকাটি পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সন্ত্রাসী বাহারের সিন্ডিকেট দিন-রাত নির্বিচারে পাহাড় কাটার কারণে এলাকাটি বর্তমানে প্রায় পাহাড় শূন্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বায়েজিদ চন্দ্রনগর কিষোয়ান কারখানার পিছনে রয়েছে মাটি বাহারের বহুতল ভবন আবার পাহাড় কেটে করেছেন কয়েকটি প্লট ও ছোট ছোট ভাড়া ঘর। অভিযোগ রয়েছে, বায়েজিদ এলাকায় কেউও কোন বাড়ি-ঘর নির্মাণ করতে গেলে মাটি বাহারকে দিতে হয় মোটা অংকের চাঁদা। সরকারি পাহাড় দখল করে প্লট বাণিজ্য, শিল্প কারখানায় চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েছেন কোটি টাকার মালিক। এখনো বায়েজিদ থানার চন্দ্রনগর, চৌধুরী নগর, শেরশাহ বাংলা বাজার, আকবরশাহ শাপলা আবাসিক, এলাকাসহ অন্তত ২০টি স্থানে চলছে পাহাড়কাটার মহোৎসব।

স্থানীয় লোকজন জানান, পাহাড়ী জমি দখল, পাহাড় কাটা ও প্লট বাণিজ্যে করছেন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রটি।শুধু তাই নয়, এলাকায় জুয়ার আসর, মাদক ব্যবসাসহ সব অপরাধের সাথে জড়িত বাহার উদ্দীন বাহার। তার সিন্ডিকেটের হাতে জিম্মি এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তার রয়েছে বিশাল কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ ও চাঁদাবাজ গ্রুপ।

পাহাড় কাটার বিষয়ে জানতে মাটি বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার বিরুদ্ধে আমার দলের লোকজন পায়দা লুটতে অপপ্রচার চালাচ্ছে, আমি যে পাহাড় কাটি তার কোন প্রমাণ কারো কাছে নেই।’

গত সোমবার পরিবেশ অধিদপ্তর সরেজমিন ঘটনাস্থলে গেলে পাহাড় কাটার ভয়াবহ চিত্র দেখতে পায় এবং পাহাড় কাটার অপরাধে ১০ জনকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদপ্তরের এক উপ পরিচালক বলেন, ‘গত ১৭/১২/২০২০ তারিখে চৌধুরী নগর এলাকায় পাহাড় কাটার দায়ে বাহার উদ্দিন বাহারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে বাহার সহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে চট্টগ্রাম আদালতে চলমান আছে।’

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুরে উজ্জ্বল-আনোয়ারের নিয়ন্ত্রণে পিআইও অফিস, কোটি টাকার হরিলুট

চট্টগ্রামের আতংক মাটি বাহার ক্যাডার ! নির্বিচারে পাহাড় কেটে খালাস।

আপডেট সময় : 08:33:26 pm, Wednesday, 11 August 2021

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।

বাহার উদ্দিন বাহার ওরফে মাটি বাহার। ছিলেন বাসার দারোয়ান সেখান থেকে হয়ে গেলেন চট্টগ্রামের বায়োজিদ এলাকার কিং! একসময় ছিলেন বিএনপি ক্যাডার, এখন যুবলীগের প্রভাবশালী নেতা। হঠাৎ প্রভাবশালী নেতা বনে যাওয়া কে এই বাহার?

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা চৌদ্দগ্রামের বাসিন্দা মোঃ লাল মিয়ার ছেলে বাহার উদ্দিন বাহার ছিলেন চট্টগ্রাম বায়েজিদ চৌধুরী নগর হাসান সাহেবের খামার বাড়ির দারোয়ান। আগে এই খামার বাড়ীর দারোয়ান ছিল তার বাবা লাল মিয়া। বাবা মারা যাওয়ার পর পৈতৃকসূত্রে ওই দারোয়ানের দায়িত্বটি পেয়েছিলেন তার ছেলে বাহার।

দায়িত্ব পেয়েই বাহার বায়েজিদ থানা এলাকায় সরকারি পাহাড় দখল করে মাটি বিক্রি শুরু করে। এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আস্তে আস্তে সে সরকারি পাহাড় দখল করে বিভিন্ন ব্যাক্তির কাছে পাহাড়ের দখলস্বত্ব বিক্রি করে দুই হাতে কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ব্যবসা টিকিয়ে রাখতে রাজনৈতিক ঢাল ব্যবহার করতে রাতারাতি বনে গেলেন জালালাবাদ যুবলীগের প্রভাবশালী নেতা বিএনপির এই ক্যাডার।

যুবলীগের নেতা সেজেই বাহার শুরু করে বায়োজিদ এলাকায় আধিপত্য বিস্তার। গড়ে তোলেন পুলিশের সোর্স আনোয়ার, সন্ত্রাসী মিঠু, বোম আলম, বাদলের ভাই লিটন, শাহজাহান, সোর্স আনোয়ারের ভাই আবু, বোনের জামাই মঈনুদ্দিন, ভাগিনা বাবলু এবং তার প্রধান সহযোগি শুক্কুরকে নিয়ে বিশাল সন্ত্রাসী গ্রুপ। এই গ্রুপ দিয়ে বায়োজিদ এলাকার মাদক ব্যবসা, আধিপাত্য বিস্তার, ছিনতাই সবকিছুতেই নিয়ন্ত্রণ করে মাটি বাহার।

সূত্র জানায়, নগরীর বায়েজিদ এলাকায় নির্বিচারে পাহাড় কাটছে বাহার ও তার সিন্ডিকেট। আবার পাহাড় নিজের দখলে রাখতে গড়ে তুলেছে কিশোর গ্যাংদের দিয়ে আরেকটি সন্ত্রাসী বাহিনীও। এই বাহিনীকে ব্যবহার করে বায়েজিদের চৌধুরী নগর-চন্দ্রনগর শ্যামল ছায়াসহ আশপাশের অসংখ্য বড় বড় পাহাড় কেটে কোটি-কোটি টাকার মালিক এখন বাহার উদ্দিন বাহার। বর্তমানে তার রয়েছে বিলাসবহুল বাড়ি ও একাধিক ফ্লট। তবে, তার বিরুদ্ধে পাহাড়কাটা, চাঁদাবাজি, দখলবাজিসহ একাধিক মামলাও রয়েছে।

এদিকে বাংলাদেশের মানচিত্রে বায়েজিদ এলাকাটি পাহাড়ি এলাকা হিসেবে পরিচিত। কিন্তু সন্ত্রাসী বাহারের সিন্ডিকেট দিন-রাত নির্বিচারে পাহাড় কাটার কারণে এলাকাটি বর্তমানে প্রায় পাহাড় শূন্য হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, বায়েজিদ চন্দ্রনগর কিষোয়ান কারখানার পিছনে রয়েছে মাটি বাহারের বহুতল ভবন আবার পাহাড় কেটে করেছেন কয়েকটি প্লট ও ছোট ছোট ভাড়া ঘর। অভিযোগ রয়েছে, বায়েজিদ এলাকায় কেউও কোন বাড়ি-ঘর নির্মাণ করতে গেলে মাটি বাহারকে দিতে হয় মোটা অংকের চাঁদা। সরকারি পাহাড় দখল করে প্লট বাণিজ্য, শিল্প কারখানায় চাঁদাবাজি করে ইতিমধ্যে হয়েছেন কোটি টাকার মালিক। এখনো বায়েজিদ থানার চন্দ্রনগর, চৌধুরী নগর, শেরশাহ বাংলা বাজার, আকবরশাহ শাপলা আবাসিক, এলাকাসহ অন্তত ২০টি স্থানে চলছে পাহাড়কাটার মহোৎসব।

স্থানীয় লোকজন জানান, পাহাড়ী জমি দখল, পাহাড় কাটা ও প্লট বাণিজ্যে করছেন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রটি।শুধু তাই নয়, এলাকায় জুয়ার আসর, মাদক ব্যবসাসহ সব অপরাধের সাথে জড়িত বাহার উদ্দীন বাহার। তার সিন্ডিকেটের হাতে জিম্মি এখানকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তার রয়েছে বিশাল কিশোর গ্যাং, সন্ত্রাসী গ্রুপ ও চাঁদাবাজ গ্রুপ।

পাহাড় কাটার বিষয়ে জানতে মাটি বাহারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার, আমার বিরুদ্ধে আমার দলের লোকজন পায়দা লুটতে অপপ্রচার চালাচ্ছে, আমি যে পাহাড় কাটি তার কোন প্রমাণ কারো কাছে নেই।’

গত সোমবার পরিবেশ অধিদপ্তর সরেজমিন ঘটনাস্থলে গেলে পাহাড় কাটার ভয়াবহ চিত্র দেখতে পায় এবং পাহাড় কাটার অপরাধে ১০ জনকে নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদপ্তরের এক উপ পরিচালক বলেন, ‘গত ১৭/১২/২০২০ তারিখে চৌধুরী নগর এলাকায় পাহাড় কাটার দায়ে বাহার উদ্দিন বাহারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। পরিবেশ অধিদপ্তর বাদী হয়ে বাহার সহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করেছে। মামলাটি বর্তমানে চট্টগ্রাম আদালতে চলমান আছে।’