
নিকেশ বৈদ্য
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে করোনা রোগী বৃদ্ধা ও স্কুল ছাত্রসহ উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামে।
স্থানীয়রা জানান, বলবল গ্রামের সাহিদ মিয়া ও তার সৎ ভাই আবদুল কবিরের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে যৌথ মালিকানা বাড়িতে থাকা আমড়া গাছ থেকে আমড়া পাড়াকে কেন্দ্র করে ২২ জুলাই বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সাহিদ মিয়া (৩৫), তার বৃদ্ধা মা করোনা রোগী হোম কোয়ারেন্টাইনে থাকা শিরিয়া বিবি (৬০), স্ত্রী সাবিয়া বেগম (৩২) ও তার ছেলে স্কুলছাত্র মুহিম মিয়া (১১) সহ উভয় পক্ষের ৫ জন আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় আহত সাবিয়া বেগম বাদী হয়ে প্রতিপক্ষের ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, প্রতিপক্ষের লোকজন ঘরে এসে মারপিট করে নগদ ২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে আরো ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।