সদরপুর থেকে
শিমুল তালুকদার।।
ফরিদপুরের সদরপুর উপজেলায় অব্যাহত ঘন কুয়াসায় চলতি মৌসুমে রবি ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন কৃষকরা। গত কয়েকদিন যাবৎ সদরপুরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রিতে নেমে আসার কারনে ঘন কুয়াসায় ঢেকে থাকে সকাল ১১ টা পর্যন্ত। ঘন কুয়াসায় উপজেলার ভুট্রা, গম, সরিষা, মুশুরি, খেশারি, পিয়াজ, কালিজিরা, ধনিয়া ও বিভিন্ন প্রকার শাকসবজি মিলে অন্তত কয়েক হাজার হেক্টর জমির ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশংকা করছেন সদরপুর উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,চলতি রবি মৌসুমে উপজেলার ৯ টি ইউনিয়নে ৪৫০ হেক্টর জমিতে ভুট্রা, ২১৫০ হেক্টর জমিতে গম, ২০৯০ হেক্টর জমিতে সরিষা, ১৭৯৫ হেক্টর জমিতে মুশুরি, ৪০০০ হেক্টর জমিতে খেসারি, ১৩৩৭ হেক্টর জমিতে পিয়াজ, ২৭৮ হেক্টর জমিতে কালিজিরা, ৯২০ হেক্টর জমিতে ধনিয়া এবং ৭৩৫ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শাকসবজি আবাদ করা হয়েছে। কিন্তু চলতি মৌসুমের শুরুতেই ঘন কুয়াসার কারনে রবি সষ্যর ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান অনেক কৃষক। তুলনা মূলক ভাবে উৎপাদন ব্যাহত হওয়ার আশংকাও করছেন অনেকে।
তবে স্থানীয় কৃষি অফিস সুত্র জানিয়েছেন ইতি মধ্যেই কুয়াসা অনেক কমে গেছে। এখন মাঘ মাস। এই মাসে প্রচন্ড শীতের কারনে উপজেলার সকল প্রকার রবি সষ্য এবং বিভিন্ন প্রকার শাকসবজির উৎপাদন ভালো হবে বলে জানান কৃষি অফিসার নিটুল রায়।