কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়ে ৫টি হোটেল থেকে মঙ্গলবার-২৩ জানুয়ারি-দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে ৭ জন নারী ও ১১ জন পুরুষ গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে সংবাদ মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে।