কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।
নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়ে ৫টি হোটেল থেকে মঙ্গলবার-২৩ জানুয়ারি-দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে ৭ জন নারী ও ১১ জন পুরুষ গ্রেফতার করা হয়। বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে সংবাদ মাধ্যমে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮