
পাবনা প্রতিনিধি ।।
পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৪,৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৯ সেপ্টেম্বর) বিকালে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আগামী সংসদ নির্বাচনে আটঘরিয়া-ঈশ্বরদী আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম রতন।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে এসময়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তানভীর ইসলাম, মাজপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইন্তাজ আলী খান, সাধারণ সম্পাদক মোঃ জিনাত আলী শেখ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার,
আটঘরিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মুকুল, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম,
মাজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল বাতেন সরকার, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম,
চাঁদভা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক সাবান আলী।
উক্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন