
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক চাপায় সাংবাদিক মঞ্জুর হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় দোষী গাড়ি চালক, হেলপার ও গাড়িটির মালিকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার বিকেলে কাপাসিয়া উপজেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সংলগ্ন গাজীপুর-রানীগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল, মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
কাপাসিয়া প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন। সাধারণ সম্পাদক শামসুল হুদা লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এফএম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, গাজীপুর প্রেস ক্লাবের সদস্য আব্দুল গাফফার প্রমুখ। এসময় স্থানীয় প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডাম্প ট্রাক চালক গ্রেফতার হলেও এখনও ধরা-ছোঁয়ার বাইরে ডাম্প ট্রাকের হেলপার ও মালিক। এসময় বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্, গত ৪ আগস্ট গাজীপুর দর্পণ পত্রিকার সম্পাদক, গাজীপুর সিটি প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর হোসেন মিলন গাজীপুর থেকে কাপাসিয়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন । এ সময় কাপাসিয়া কোটবাজালিয়া বাজারের পাশে বালু বোঝাই একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেন। পরে ওই মামলায় ডাম্প ট্রাক চালক আহাদ মিয়াকে সোমবার ৭ আগস্ট সকালে মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে গ্রেফতার করে র্যাব।