পাবনা প্রতিনিধি ।।
পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী-ঢাকা গামী রেলপথে বড়ালব্রীজ স্টেশনের পূর্ব অংশে রাজশাহী – ঢাকা গামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক গৃহবধূ(৩৫)’র মৃত্যু হয়েছে।
পথচারী সূত্রে জানা গেছে, রবিবার (২জুলাই) সকাল সাড়ে আটটার দিকে রাজশাহী থেকে ঢাকা গামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বড়ালব্রীজ স্টেশন হয়ে দ্রুতগতিতে অতিক্রম করার সময় স্টেশনের পশ্চিম অংশে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সংবাদ পেয়ে সিরাজগঞ্জ জি আর পি থানার এস আই আব্দুল মাজেদ লাশের সুরোতহাল তৈরী করে ময়না তদন্তের লাশ মর্গে পাঠান।
তিনি জানান, ট্রেনে কেটে নিহত মহিলার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এ পথে চলাচল কারী কয়েকজনহ পথচারী জানান,নিহত ওই অজ্ঞাত মহিলা মোবাইল ফোনে কথা বলতে বলতে দ্রুত ট্রেনের নিচে ঝাঁপ দেয় আত্মহত্যা করেছে।
পড়নে শাড়ী পরিহিত অজ্ঞাত মহিলার আনুমানিক বয়স ৩৫ বছর হবে।