পাবনা প্রতিনিধি।।
প্রাইভেটকারের ধাক্কায় মোটরচালিত ভ্যানে থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া আক্তার লামিয়া (৩) নামের এক শিশুর নিহত হয়েছে।
রোববার (০২ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লামিয়া মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু লামিয়াকে নিয়ে মোটরচালিত ভ্যানে করে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া বাজারের দিকে যাচ্ছিলেন মা সাথী খাতুন।
পথে ইক্ষু খামারের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাথী খাতুনের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে শিশু লামিয়া ঘটনাস্থলেই মারা যায়।
এ সময় সাথী খাতুন ও ভ্যানচালক আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিষ কুমার স্যানাল বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন।