জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্যসেবা প্রচারণা সপ্তাহ পালন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ২১ মার্চ মঙ্গলবার স্বাস্থ্যসেবা প্রচারণা সপ্তাহের পঞ্চম দিনে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে মাতৃস্বাস্থ্য উন্নয়ন শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডা.তানজিম হোসেন, ডা.জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
এতে স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন। এছাড়া সকল নারী রোগীদের রক্তের গ্রæপ, বøাড সুগার ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা করানো হয়েছে