মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,পৌর মেয়র ও জনপ্রিয় রাজনীতিবিদ এ্যাড.মারুফ বিন হাবীব এর আজ বৃহস্পতিবার ৩য় মৃত্যু বার্ষিকী। আজকের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মারা যান। তিনি উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ছিলেন। ছাত্র রাজনীতির পথ বেয়ে তিনি উপজেলা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ দায়িত্বপালন সহ জনপ্রতিনিধি নির্বাচিত হন।
মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ। সকালে মরহুমের কবর জিয়ারত,দলীয় কার্যালয়ে কোরআন খানী,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রয়াত মারুফ বিন হাবীবের ছোট ভাই উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ বিন হাবীব তার বড় ভাইয়ের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।