রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীদের সংগঠন “রাবি রউফিয়ান”এর কমিটি গঠন করা হয়েছে।
ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিন্স মাহমুদ কে সভাপতি এবং একই সেশনের উর্দু বিভাগের শিক্ষার্থী মোঃ শরীফুর রহমান কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি গঠন করা হয়।
গতকাল ২২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিকেল ৪ টায় সংগঠনটির আহ্বায়ক সাধন মুখার্জির উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।