রাবি প্রতিনিধি।।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) আয়োজনে অন্তঃরাবিসাস ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটের আমতলায় টুর্নামেন্টের উদ্ধোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর।
একদিনের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন রাবিসাসের কোষাধ্যক্ষ সাইফুর রহমান ও সদস্য আব্দুল আহাদ। রানার্সআপ হয়েছেন সংগঠনের সভাপতি নুরুজ্জামান খান ও সহ-সভাপতি তৌসিফ কাইয়ুম।
উদ্ধোধনী অনুষ্ঠানে রাবিসাসের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি নুরুজ্জামান খান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার অধ্যাপক নজরুল ইসলাম, রাবিসাসের সাবেক সভাপতি এনায়েত করিম ও শাহীন আলমসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হুমায়ুন কবীর বলেন, আজকে ব্যাডমিন্টন খেলা দেখে ৭৫ পরবর্তী সময়ের কথা মনে হচ্ছে। যেসময় আমরা খেলাধুলা করেছি। শিক্ষার্থীদের প্রধান কাজই হচ্ছে পড়ালেখা করা। সেইসাথে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করা। এই লেখাপড়া করার জন্য শারীরিক ও মানসিক যে ফিটনেস প্রয়োজন সেখানে খেলাধুলা একটি ইতিবাচক ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি তোমরা সাংবাদিকতার চর্চা করছো সেটা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশের নেতিবাচক দিকগুলোর পাশাপাশি ইতিবাচক দিক গুলোও তুলে ধরার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের আরেক সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, সুস্থ দেহে সুন্দর মন। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করছেন রাবিসাসের সদস্যরা। রাবিসাস নেতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তাদের লেখায় তুলে ধরবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।