মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মোবাইল কেড়ে নেওয়ায় মায়ের সাথে অভিমান করে লিজা খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শুক্রবার রাত ৯ টায় উপজেলার পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
লিজা ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তিনি এইচটি ইমাম গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক অরূপধন মন্ডল এ প্রতিবেদককে জানান, লেখাপড়া বাদ দিয়ে সবসময় মোবাইলে টিকটক ভিডিও দেখতো লিজা। এ নিয়ে তার মা প্রায়ই বকতেন তাকে। আজ শুক্রবার সকালে লিজার ফোন কেড়ে নিয়ে তাকে বকাঝকা করে কাজে চলে যান তিনি। পরে দুপুরের দিকে তার বাবা ঘরে এসে দেখেন নিজের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে লিজা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরুতহাল রিপোর্ট তৈরি করে। কিন্তু কারও কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।