
মোঃ সৌরভ হোসাইন (সবুজ)
স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ।।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ওসির স্বাক্ষর জাল করে ব্যাংকের শাখা খোলায় পুলিশ আবু হানিফ মির্জা(২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে।গ্রেপ্তারকৃত হানিফ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের হারুনুর রশিদের ছেলে। গত সোমবার বিকেলে কাজিপুর থানা পুলিশ হানিফের বিরুদ্ধে জালিয়াতি মামলা রুজু করে সিরাজগঞ্জ আদালতে প্রেরন করে। কাজিপুর থানাসূত্রে জানা গেছে,গত এক মাস জাবত গ্রেফতার আবু হানিফ মির্জা নাটুয়া পাড়ায় ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনা করছিলো।কিন্তু ব্যাংকের শাখা খুলতে পুলিশের অনুমতির প্রয়োজন হয়। হানিফ খানা পুলিশের স্বাক্ষর জাল করে ক্লিয়ারেন্সের কগজপত্র মূল ব্যাংকের কাছে জমা দেয় এজেন্ট ব্যাংকিং পরিচালনার অনুমতি নিয়ে আসেন।গত মঙ্গলবার বিকেলে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে আবু হানিফকে গ্রেফতার করে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান,ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ নাটুয়া পাড়ায় এজেন্ট শাখা খোলার জন্য আমাদের কাছে ক্লিয়ারেন্স চেয়েছিল। কিন্তু ক্লিয়ারেন্সের বৈধতা না পাওয়ার আমরা দিতে পারি নি।