
তৌহিদ বেলাল, কক্সবাজার।।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শফিউল আজিম।
তাঁকে এই পদে নিয়োগ দিয়ে বুধবার, (৭ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কক্সবাজার পৌরসভার টেকপাড়ার কৃতি সন্তান শফিউল আজিম দীর্ঘদিন ধরে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
শফিউল আজিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করেন।
তিনি সাবেক আইন ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের একান্ত সচিব হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগে দায়িত্ব চালিয়ে আসছিলেন।
শফিউল আজিম কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের টেকপাড়া এলাকার ডা. নুরুল আজিমের পুত্র।
এদিকে ঢাকাস্থ কক্সবাজার সমিতির সহসভাপতি শফিউল আজিম বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি ও সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম।