দাউদ রানা – সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।।
নিজের টাকায় ১ কিঃমিঃ রাস্তা সংস্কর করে দিলেন চৌহালী উপজেলা ছাত্রলীগের দুই নেতা। তারা হলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান রকু ৷
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের নির্মিত রাস্তা পারাপারে অনুপযোগী হয়ে পড়ে ছিল অনেক দিন আগেই ৷ এমন খবর পেয়ে অবশেষে নিজ অর্থায়নে রাস্তা সংস্কর করে দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও সহ-সভাপতি রোকনুজ্জামান রকু ৷
উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গ্রামটি শিক্ষা, যোগাযোগ ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে। এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। দুই কিলোমিটার দূরে জার্মান সড়ক। মাঝে কোনো সংযোগ রাস্তা না থাকায় ওই দুই গ্রামের মানুষকে সময়ের দীর্ঘসূত্রতায় দীর্ঘ পথ ঘুরে অনেক কষ্টে পৌঁছতে হয় পার্শ্ববর্তী সুর্বনতলী বাজার ও কে আর পাইলট স্কুল সড়কে।
ভুক্তভোগী গ্রামবাসীসহ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল কুরকী বাংলালিং টাওয়ার থেকে কুরকী ছমেরের বাড়ি পর্যন্ত ৩ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের।কিন্তু সরকারের বিভিন্ন দফতরে বারবার ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। শুধু প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ।
তাই এবার চৌহালী উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রোকনুজ্জামান রকু ১ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ কাজের সংস্কর করেন।
জানতে চাইল ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম রেজা বলেন, অনেক দিন ধরে এই রাস্তাটি খারাপ তাই আমি এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুই জন মিলে এই রাস্তাটি সংস্কার করে দিলাম। এখন খুব সহজেই জার্মান সড়কে উঠতে পারবেন ভুক্তভোগী গ্রামবাসী।
স্থানীয় দারুস সালাম মাদ্রাসার সুপার মাওলানা দারুস সালাম বলেন, ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিজ টাকায় সড়কটি সংস্কার করেছেন। এ সংযোগ সড়ক নির্মাণের ফলে মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হবে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বলেন, রাস্তাঘাট নির্মাণ করতে বিত্তবানরা এভাবে এগিয়ে এলে দেশ আরও উন্নত হতো। আমি দুজনের এ মহান উদ্যোগকে স্বাগত জানাই ৷ এসময় ছিলেন মুক্তিযোদ্ধা বছির উদ্দিন বাচ্চু, সমাজ সেবক রমিউজ্জামান লুৎফর, রাশেদ মোল্লা ও হুমায়ূন ইসলাম প্রমুখ