
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পৃথক মামলার ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার ব্রাহ্মণগাঁও ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে শাহিন মিয়া (৩০) ও ওসমানীনগর থানার শিমুলতলা (চাঁদহাটি) গ্রামের আবদুল খালেকের ছেলে দোলন মিয়া (২৭)।
জগন্নাথপুর থানার এএসআই তালেব আলী ও এএসআই সোহেলের নেতৃত্বে পুলিশ দল পৃথক অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদের ২৭ মে শুক্রবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার নিশ্চিত করেছেন।